ফেনীর উত্তরাঞ্চলের মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীর বাঁধ এরকম বন্যা পরিস্থিতি মোকাবিলা করতে পারবে না, এটি আমাদের অভিজ্ঞতা হয়েছে। এরজন্য আরও শক্তিশালী বাঁধ প্রয়োজন। বেড়িবাঁধের কাজ কোনো ছোটোখাটো বিষয় নয়। এটি অনেক বড় প্রকল্প। সুতরাং এটির জন্য কারিগরি দক্ষতা থেকে শুরু করে অনেক আয়োজন-উদ্যোগ রয়েছে।
ভারত সরকার নিজেও বাঁধ নির্মাণ এবং অন্যান্য প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করছে, কাজের পরিমাণ অনেক বেশি হওয়ায় অতিরিক্ত পাঁচজন প্রকৌশলী সেখানে নিয়োগ দেওয়া হবে। এনডিটিভি বলছে, দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া শহরের বিপরীতে বাংলাদেশের নির্মিত নতুন বৃহৎ বাঁধটি নিয়ে ভারতীয় সীমান্তবাসীদের মধ্যে উদ্বেগ বাড়ছে।